
আবু তারেক বাঁধন, নিজস্ব প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । বুধবার উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়ন চেয়ারম্যানের প্রয়াত স্বামী ও পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী দুলালের স্মরণে বৈরচুনা হাইস্কুল মাঠে ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চেয়ারম্যান টেলিনা সরকার হিমু।
উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ফয়জুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, যাকাত ফান্ডের সভাপতি আলহাজ্ব প্রকৌশলী জবাইদুর রহমান, হাসপাতালের আজীবন সদস্য প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বৈরচুনা হাইস্কুলে প্রধান শিক্ষক জহুরুল হক, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের অর্থসম্পাদক সলেমান আলী প্রমুখ।
ডায়াবেটিস হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কল্লোল কুমার কুন্ডুর নেতৃত্বে হাসপাতালের ডাক্তার ও স্টাফরা ২৯৩ জন ব্যক্তির ডায়াবেটিস সনাক্ত ও চিকিৎসা সেবা প্রদান করেন।
ডায়াবেটিস ক্যাম্প প্রয়াত নূরে আলম সিদ্দিকী দুলালের বাবা এহসানুল হক ও তাঁর মাতা হুরে নূর বেগমের রক্ত গ্রহন করে উদ্বোধন করা হয়।