
আবু তারেক (বাঁধন) নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাতের আঁধারে এক গরিব অসহায় কৃষকের পুকুরে কীটনাশক ছিটিয়ে ১০’মন বিভিন্ন জাতের মাছ নিধন করলেন দুর্বৃত্তরা।
গতকাল সোমবার দিবাগত রাতে ১১নং বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের সবেদুর রহমানের পুকরে এই মাছ কীটনাশক দিয়ে নিধন করেন দুর্বৃত্তরা।
এ বিষয়ে পুকুর তদারকির দায়িত্বে থাকা গুলজার হোসেন ও স্থানীয়রা বলেন,রাতের আধারে কে বা কাহারা বিষ দিয়ে মাছ গুলো মেরে ফেলেছে আমরা তাদের বিচার চাই।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে (মুঠোফোনে) বলেন,আমরা এখনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।