
মোঃ তোতা মিয়া :
পঞ্চগড় যুব উন্নয়ন চলছে নানা অনিয়ম দিয়ে অনুসন্ধানে জানা যায় বেশ কয়েক মাস আগে পঞ্চগড় যুব উন্নয়ন এর প্রধান কর্মকর্তা মো.মকছেদুল কবির, রাষ্ট্রের নীতিমালা অমান্য করে কোন টেন্ডার ছাড়াই যুব উন্নয়নের বাউন্ডারির ভিতরের মেহগুনি সহ বেশ কয়েক প্রজাতির গাছ কর্তন করেন।
আবার কাউকে না বলেই গাছগুলো বিক্রি করে দেন। শুধু তাই নয় তিনি রীতিমতো যুব উন্নয়ন এর অতিথি গেস্ট রুম কোয়াটার বানিয়ে সেখানেই থাকেন। তার খাওয়া-দাওয়ার বিষয়টিও প্রশিক্ষণার্থীদের ম্যাচ থেকেই চলে, নিজের বেতনের টাকা খরচ করতে চান না তিনি। যুব উন্নয়ন অফিস এর বিদ্যুৎ মিটার নেই মিটার ছাড়াই সাইট লাইন দিয়ে অফিস চালান।
এছাড়াও স্থানীয়রা জানান এই অফিসার মো. মকছেদুল কবির, এর কাছে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ এর জন্য অফিসে গেলে আমাদের সাথে খারাপ আচরণ করেন, এ নিয়ে স্থানীয়দের সাথে লাগাবাযা এবং কথা কাটাকাটি ও হয়েছিল, এছাড়া অফিস স্টাফদের সাথেও তার বনিবনা নেই।
গাছ কাটার বিষয়টি নিয়ে অফিসার মো. মকছেদুল কবির, এর সাথে কথা হলে তিনি বলেন আমি গাছ কাটিনি ডাল কেটেছি এসব ডাল বিক্রি করে সরকারি কোষাগারে ২২ হাজার টাকা জমা দিয়েছি।
আর আমি গেস্ট রুমে এমনিতে থাকি না, ভাড়া দেই কিন্তু কত টাকা ভাড়া দেন তাও তিনি জানেন না এমনটি বলেন তিনি। এছাড়াও আরও অনেক অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।