Subscribe our Channel

পঞ্চগড়ে ভূমিহীনদের ঘর নির্মাণ সামগ্রী চুরি

মো. তোতা মিয়া :

 

আশ্রয়ণ এর অধীকার ভূমিহীন জনতার, পঞ্চগড় বোদা উপজেলার ৪ নং কালিয়াগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড ঝলঝলি বানিয়া পাড়া গ্রামে। প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের ঘর নির্মাণ এর ইট রড চুরি, অনুসন্ধানে জানাযায় পঞ্চগড় বোদা উপজেলার ৪ নং কালিয়াগঞ্জ ইউনিয়নে ২ নং ওয়ার্ড এর ঝলঝলি বানিয়াপাড়া এলাকায় সরকারি জমির উপর ৪৫ টি ঘর নির্মাণ কাজ চলা কালিন সময়ে ১৩ হাজার ইট ও রডের বন্ডিল চুরি হয়ে যায়।

 

 

বিষয়টি জানাযানি হলে তার মধ্যে ৪ হাজার ইট ও ২ বান্ডিল রড ভূট্টা খেতের ভিতর থেকে উদ্ধার করেছেন বোদা উপজেলা নির্বাহী অফিসার। বাকি ইট ও রড উদ্ধারের অনুসন্ধান চলছে, তবে এখন পযর্ন্ত কারো বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 

ভাববার বিষয় এতবড় ঘটনা ঘটার পরেও স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম্য পুলিশ গণমাধ্যম কর্মীদের তথ্য দেয়নি।

 

 

এনিয়ে সুশীল সমাজ অসন্তুষ, তবে এবিষয়ে বোদা উপজেলার নির্বাহী অফিসার এর সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন,কিছু সংখ্যা ইট ও রট উদ্ধার করা হয়েছে এখন তদন্ত চলছে তদন্তেরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *