Subscribe our Channel

আটোয়ারীতে বদর দিবস পালিত

 

আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

 

পঞ্চগড়ের আটোয়ারীতে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার ছোটদাপ তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও ছোটদাপ বায়তুর নূর জামে মসজিদ কমিটির আয়োজনে বুধবার (২০ এপ্রিল) আলোচনা সভা ও ইফতার ও দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

এতে সভাপতিত্ব করেন এলাকার মুরুব্বী মোঃ রিয়াজ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বদর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন খোশ বাজার আলিয়া মাদরাসার পীর সাহেব মাওলানা শাহ আবু সাঈদ মুহাম্মদ নাজমুছ ছায়াদাত।

 

 

 

অন্যদের মধ্যে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন লক্ষীপুর আলিম মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মান্নান, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাওঃ রবিউল ইসলাম। মসজিদ ও মাদরাসা উন্নয়নের বর্ণনা দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপদেষ্টা পইম উদ্দীন আহম্মেদ, সম্পাদক আনিছুর রহমান।

 

 

 

মাদরাসা পরিচালনায় সহযোগিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিয মুহাম্মদ মখলেছুর রহমান মেসবাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপদেষ্টা মোঃ নুরল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ রমজান, ইসলামের ইতিহাসে ঐতিহাসিক এক গুরুত্বপুর্ণ অধ্যায়।

 

 

 

ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয়ই মদিনার ইসলামি রাষ্ট্রের ভিত প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। মহান আল্লাহর বিশেষ সাহায্যের দ্বিতীয় হিজরির ১৭ রমজান মদিনা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এ যুদ্ধ সংঘটিত হয়। আর তাতে ইসলাম ও মুসলমানদের বিজয় অর্জিত হয়।

 

 

 

এটি ইসলামের ইতিহাসে বদরযুদ্ধ হিসেবে পরিচিত। অপরদিকে আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফের আয়োজনে গত মঙ্গলবার (১৯ এপ্রিল) বদর দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

এ মাহফিলে সভাপতি ছিলেন ছারছীনা দরবার শরীফের উত্তরবঙ্গের খাদেম আলহাজ্ব সুফি আব্দুল গণি।

 

 

প্রধান অতিথি হিসেবে বদর দিবস ও রমজানের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা করেন ছারছীনা দরবার শরীফের রাজশাহী ও রংপুর বিভাগের মুবাল্লেগ আলহাজ্ব মাওলানা বছির আহম্মদ।

 

আলোচনা শেষে ইফতারের পুর্ব মুহুর্তে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং বিশ^ উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *