
বাংলাদেশের জন্য জীবনে আর আসেনি এমন দিন হয়তোবা আর কখনও আসবে কিনা সন্দেহ । এখনও বাংলাদেশের ঐ সেরা ম্যাচটি হৃদয়ের মাঝে আজও গেঁথে রেখেছেন ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি। দেশের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি তারই দখলেই।
বাংলাদেশের তাসকিন আহমেদের ২০১৪ সালের জুনেই ম্যাচটি হতে পারতো ।আগুনঝরানো বোলিংয়ে অভিষেকেই ৫/২৮ তরুণ এই পেসার ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপে দলকে ১০৫ রানে গুটিয়ে দিয়েছিলেন