
নিজস্ব প্রতিবেদক : বিশ্বে করোনার সময়য়ে অনেক দিন খারাপ সময় পেড়িয়ে আজ সুদিনে ফিরল দেশের শেয়ারবাজারটি। দীর্ঘ ২ মাসের বেশি সময়ে ঊর্ধ্বমুখী ধারাতে আছে শেয়ারবাজার। নিচে পড়ে যাওয়া লেনদেন এখন গতিটি বেড়েছে। ১ মাসের চেয়ে বেশি সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড়ে প্রায় হাজার কোটি টাকার বেশি লেনদেনচলছে। বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারানোর ভয়টি ভুলে গিয়ে মুনাফা তুলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তারা আবারো তাদের নতুন স্বপ্ন নিয়ে বাজারে ছুটছে। সূচক, লেনদেন এমনকি বিনিয়োগকারীদের আস্থা সহ সকলকিছু মিলেই আস্তা ফিরেছে শেয়ারবাজারে। তবে বাস্তবে না বললেই নয় ২০১০ ইং সালের মহাধসের পরে এত সুন্দর অবস্থান আগে কখনও দেখা যায়নি বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা ।