
নিজস্ব প্রতিবেদক : বহু বছ লোকসানে এই সুগার মিলটি । বিনিয়োগকারীরা লাভের মুখে দেখছে অন্ধকারে ধূলাবালি । কোম্পানি শ্যামপুর সুগার মিলটির অবস্থা অর্থ নৈতিক দিক বিবেচনা করলে শুধুই লোকসানে পরিনত হয়েছে । কিছু দিন আগের কথা চিন্তা করলে দেখা গেছে এটির একটি শেয়ার যেন রুপকথার আলাদিনের চেরাগে ন্যায় । এখন এর শেয়ার দাম বেড়ে যায় ২৪০ শতাংশে।
সেই শেয়া এখন কমতে শুরু করেছে । শেষ ৯ টি কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম কমেছে ১৮ টাকা ৯০ পয়সা।িএমনকি গত সপ্তাহে তা কমে ১৪ টাকা ৫০ পয়সায় । গোটা সপ্তাহ দাম কমার শীর্ষ কোম্পানিটি।