নিজস্ব প্রতিবেদক :
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাতে বসবাসরত জমসেদ আলী, পিতা: মৃত মোবারক আলীর ছেলে আজ অবৈধ টাকার পাহার গড়ে তুলেছেন । সেখানকার এলাকাবাসিদের সূএ থেকে জানা যায়, তিনি পূর্বে আমাদের এই বাংলাদেশে ৭১ এর যুদ্ধে বালিয়াডাঙ্গীতে আলবদর- রাজাকারদের সার্বিক সহযোগিতা হিসেবে মুক্তিযুদ্ধাদের খুন-গুম থেকে শুরু করে অনেক অপকর্মে লিপ্ত ছিলেন ।
মোঃ জহিরোদ্দিন ১৯৭১ সালে যুদ্ধের সময় বয়স ছিলো ১৭ বছর বর্তমানে ৬৭ বছর
পিতাঃ শহীদ মৃত সৈয়দ আলী
গ্রাম ঃফকির পাড়া
বড়বাড়ী,, ৩ নং ওয়াদ, ৩ নং ব্লক বালিয়াডাংগী, ঠাকুরগাঁও।
০১৭৯৬৮৬৯৫১৯
রাজাকার ও কুক্ষাত সুদ কারবারী জমসেদ আলীর পিতা মোবারক আলী, বর্তমান ঠীকানা বালিয়াডাংগী থানার পাসে টি এন্ট টি অফিসের সামনে,, বিরুদ্ধে আরো এক শহীদ মুক্তিযুদ্ধার ছেলে মুখ খুললো,,, তার বাবার মৃত্যুর সাথে জরিত জমসেদ ও পরিমত ,,, এদের বিচার দাবী করেন সেই শহীদ এর পরিবার,,,,,, ও এলাকাবাসী,,,।।। ,
এমনকি সেখানকার এক মুক্তিযুদ্ধা শহীদ আশির উদ্দিন কে জবাই করে হত্যা করে এরপর তাকে গুম করে দেয়া হয় ।তারই সন্তান আমিরুল ইসলাম (৬০ )এর কথাতে উক্ত ব্যাপারটি জানা যায় ।
তিনি পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে বেদনা কাতরে তার এই কষ্টের কথা জানালেন । তিনি আজও তার পিতার বিচার পায়নি বলে পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে বলেন ।
এমনকি তার ছোট ভাই শাহ এমরান আলী জানালেন খতিয়ান নং-এস,এ-১৪ দাগ নং-৬৫৯১ জে এল নং-৪২ সম্পদটি জোর করে ভোগ দখল করে আসছে । তার ভাইও তাকে ভয় পায় এ ব্যপারে তাকে ভয় ভীতি দেখিয়ে তার সম্পদ দখল করে আছে । এলাকাবাসি অতিষ্ট তার আচরনে ।এমনকি তিনি তার নিজস্ব ভোটার আইডি কার্ডটি দরখাস্ত দিয়ে বয়স কমায় ।
এ ব্যাপারে তার বিরুদ্ধে দুদক থেকে প্রশাসনিক ভাবে এলাকাবাসি অভিযোগ জানায় সকলেই সুষ্ঠ বিচারের আশা করছেন । ।