মোঃ তোতা মিয়া জেলা প্রতিনিধি পঞ্চগড়
ধর্ষণ যেন মহামারী আকার ধারণ করেছে প্রতিদিন কোথাও না কোথাও থেকে এ ধরনের অভিযোগ আসছেই। পঞ্চগড় ১ নং অমরখানা ইউনিয়নে সোনার বান বাস বাড়ি গ্রামে আবারো (৩২)বছর বয়সী স্বামী পরিত্যাক্তা এক মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মহিলা ও এলাকা বাসি সূত্রে জানা যায় একই ইউনিয়নের জামাদার পাড়া গ্রামের, মোঃ নুরু মিয়ার ছেলে মোঃ মজনু মিয়া (৪০) স্ত্রী-সন্তান রেখে ওই স্বামী পরিত্যাক্তা মহিলা কে বিয়ে করবে বলে ১ বছর ধরে ধর্ষণ করে আসছিল। এমন্ত অবস্থায় মহিলা ৪ মাসের অন্তর সত্তা হলে এলাকার মানুষ জানাজানি হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হলে, ওই মহিলা মজনু কে বিয়ে করার কথা বলে বিয়ের কথা শুনে মজনি মিয়া (৪০) গাঢাকা দেয়।এখন ওই মহিলা মজনুর উরুষের অবৈধ সন্তান এর পৃত্তি পরিচয়ের দাবিতে বিভিন্ন মহলের দারে দারে ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে ১ নং অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু এর সাথে কথাবললে তিনি বলেন এবিসয়ে আমি জেনেছি তবে এই বিষয়গুলো আমার এক্তিয়ারের বাইরে আপনারা নিউজ করেন।