
মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে :
দিনাজপুরের ফুলবাড়ীতে ইউথ ল্যাবরোটরিজ নারায়নগঞ্জ এর সেলস্ ক্যাম্পই সুযোগ নিয়ে পালসার ১৫০ সিসি মটরসাইকেল পেলেন চিকিৎসক মোতাহার আলী।
চিকিৎসক মোতাহার আলীর পক্ষে তার ছেলে সুইটের হাতে পালসার ১৫০ সিসি মটরসাইকেল তুলে দেন ইউথ ল্যাবরোটরিজ ইউনানী লিমিডেট এর এস,ডি মোঃ সাজ্জাদ হোসেন।
এ সময় ডাঃ এস,এস,এম সাহেদুর রহমান,ডাঃ মোঃ সোলায়মান হোসেন,ডাঃ সিবেন চন্দ্র সরকার,ডাঃ ফরহাদ আলী,ডাঃ লিয়াকত আলী,ডাঃ রেজাউল করিম,ডাঃ নিরঞ্জন কুমার উপস্থিত ছিলেন।