Subscribe our Channel

ফখরু সহ অন্যান্য নেতাদের বক্তব্যে খালেদাকে কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে :তথ্যমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক : দলটির মহাসচিব মির্জা ফখরুল সহ  আরো নেতাদের বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর জন্য জনগণের কাছ থেকে দাবি উঠতে পারে । জানালেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।আজ ২০ সেপ্টেম্বর ২০২০ ইং সচিবালয় এ কিছু সমসামায়িক ইস্যু নিয়ে একটি  সংবাদ সম্মেলনেিএই প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, আমিাদের নেতৃী খালেদা জিয়াকে অন্তরীণ করেই রাখা হয়েছে। এমনকি বিএনপি কখনো অথবা  কোন দিনই হত্যার রাজনীতিকে প্রশ্রয় দেয়নি। এ সকল  বিষয় গুলোর ব্যাপারে জানতে চাইলে হাছান মাহমুদ   জানালেন, প্রচণ্ড হাস্যকর বক্তব্য ফখরুলের ।  ফখরুলের বক্তব্যে না বললেই হয় না, প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন এটি না দেখালেই ভালো হতো তথ্যমন্ত্রী আরো বললেন, যদি কখনো ‘ভবিষ্যতে এই প্রসঙ্গ আসবে, জনগণের পক্ষ থেকে হয়তো বলা হতে পারে  তাকে আবার কারাগারে পাঠানো হোক-এই দাবি ওঠে কিনা সেটিও হচ্ছে একটি বড় প্রশ্ন।খালেদা জিয়ািএকজন সাজাপ্রাপ্ত আসামি, তাকে কারাগারের ভেতরেই থাকার কথা ছিল। তিনি আদালত থেকে জামিন পায়নি। মাননীয় প্রধানমন্ত্রী সিআরপিসির (ফৌজদারি কার্যবিধি) ক্ষমতা বলে প্রথমে ৬মাস মুক্তি দিয়েছেন, এমনকি পরে ফের ৬মাস বর্ধিত করা হয়েছে। এটি একটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা । জানালেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।তিনি অঅরো জানালেন, ‘মির্জা ফখরুল ইসলামের অবশ্যই বিবেকবানদের মতো  এই মহানুভবতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *