
পীরগঞ্জ নিউজ ডেক্স : শুক্রবার ২৪/০৭/২০২০ইং সকাল থেকে পীরগঞ্জ পৌরসভা কার্যালয়ে মেয়র কশিরুল আলম নিজ হাতে সুশৃঙ্খলার সাথে চাল ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সদস্যগণ তাদের নিজস্ব এলাকার সকল দু:স্থ্য, অতিদরিদ্র, গরীব, বন্যাক্রান্ত, অন্যান্য দুর্যোগাক্রান্ত, জনগণের মাঝে ভিজিএফ এর খাদ্যশস্য চাল বিতরণ করলেন।
উক্ত বিতরণের কার্য্যক্রমটি অনুষ্ঠিত হয় পীরগঞ্জ পৌরসভা কার্যালয়ে ।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে সাধারণ মানুষ তাদের কাছে ভিজিএফ কার্ড প্রাপ্তির মাধ্যমে শুক্রবার সকাল থেকেই নিজস্ব ওয়ার্ডের সদস্যদের নিয়ে চাল বিতরণ সুশৃঙ্খলার সাথে চালছে। ভিজিএফ কার্ড প্রাপ্তির সকলের মধ্যে সাদেকুল ইসলাম ওয়ার্ড
নং-০৪ রঘুনাথপুর, ক্রমিক নং-২২৬ তিনি এমনকি রফিকুল ইসলাম এর মা ক্রমিক নং- ৪১৩ তিনি গনমাধ্যম কর্মীদের জানায় আমরা সঠিক মাপে এবং সুশৃঙ্খলার সাথেই ১০ কেজি করে চাউল পাচ্ছি এবং চাউল ভাত রান্না করে খেতে আমাদের কোন সমস্যা হচ্ছে না । কার্যক্রমটি সুষ্ঠুভাবে হওয়ায় সকলের আনন্দিত ও সস্তুষ্ট প্রকাশ করেন । এ সময় পীরগঞ্জ পৌরসভা কার্যালয়ে মেয়র কশিরুল আলম সকল উপস্থিত জনগেনের প্রতি পবিত্র ঈদ- উল- আজহা ফিতরের অগ্রিম শুভেচ্ছা বিনিময় এবং সকলের মঙ্গল কামনা করেন।