Subscribe our Channel

পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পীরগঞ্জ পাবলিক ক্লাব  কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাবিবুর রহমান দিপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের যুগ্ম সম্পাদক আসাদুর জ্জামান আসাদ,
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শুভ শর্মা, সাংগঠনিক সম্পাদক সাকিব আদনান,অর্থ সম্পাদক অপূর্ব শর্মা অপু , দপ্তর সম্পাদক সাগর ইসলাম মিম,হৃদয় ইসলাম স্কুল বিষয় সম্পাদক,কার্যকারী সদস্য দিগন্ত সুত্রধর প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আদর্শ কে লালন করে আগামীদিনে ছাত্র ইউনিয়নকে শক্তিশালী হয়ে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ইউনিয়নকে, দেশ ও জনগণের জন্যে কাজ করে যেতে হবে। ছাত্র ইউনিয়নের নতুন উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে এ কর্মী সভার আয়োজন করা হয়। পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি-সম্পাদক সহ কর্মীরা এ কর্মীসভায় অংশ নেয়। কর্মীসভায় শিক্ষা দিবস নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *