Subscribe our Channel

পীরগঞ্জে জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সীমান্তকে মারধর করায় মানব বন্ধন

পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স : ঠাকুরগাঁও পীরগঞ্জে সোমবার(১০) অক্টোবর পীরগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্যপরিশদ কার্যালয়ে মোঃ সীমান্ত চৌধুরীকে অন্যায় ভাবে মারধর করায় মানববন্ধন করেন ।  এতে উপস্থিতি হয়ে বক্তব্যে ছিলেন পীরগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্যপরিশদের সভাপতি সাহেব আলী,  ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রাজ৮৮) ষ্ট্রান্ড কমিটির সভাপতি মো. আব্দুল আওয়াল, মোঃ খলিলুর রহমান পলাশ সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও জেলাধীন পীরগঞ্জ শাখা কমিটির  থ্রি হুইলার, বেবী টেক্সী, অটো রিক্সা মালিক সমিতির যাহার রেজিঃ নং- ২৪৭৮ এর সভািপতি মো. জমির উদ্দিন, পীরগঞ্জ শাখা কমিটির  থ্রি হুইলার, বেবী টেক্সী, অটো রিক্সা মালিক সমিতির যাহার রেজিঃ নং- ২৪৭৮ এর  অর্থ  সম্পাদক মো. দবিরুল ইসলাম, পীরগঞ্জ শাখা কমিটির  থ্রি হুইলার, বেবী টেক্সী, অটো রিক্সা মালিক সমিতির যাহার রেজিঃ নং- ২৪৭৮ এর সড়ক সম্পাদক তানভির শাওন  । তারা একটি স্মারক লিপিতে গণমাধ্যমকর্মীদের জানালেন যে গত ০৯/১০/২০২২ইং তারিখ রোজ রবিবার আনুমানিক দুপুর ১২.০০টার দিকে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিএনজি মালিক সমিতির যাহার রেজিঃ নং- ২৪৭৮ এর সড়ক সম্পাদক মোঃ সীমান্ত চৌধুরীকে অন্যায় ভাবে মারধর করে। বর্তমানে তিনি পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ঘটনার বিবরণ ঃ আমরা ঠাকুরগাঁও জেলাধীন থ্রি হুইলার, বেবী টেক্সী, অটো রিক্সা মালিক সমিতির সদস্য হইতেছি। এই সংগঠনটি ১৯৯৯ইং সাল থেকে নিষ্টার সহিত পরিচালিত হচ্ছে। কিন্তু একিট ভুইফো সংগঠন দিনাজপুর ৫৫ নামে মালিক সমিতি অবৈধ ভাবে কমিটি গঠন করে সিএনজি প্রতি ১০,৫০০/- টাকা ফি বাবদ দাবী করে। এমতাবস্থায় ড্রাইভার ভাইরা টাকা দিয়ে সদস্য না হতে চাইলে, তাদের ভয়ভীতি দেখিয়ে বল প্রয়োগ করে বলে যে, গাড়ি নিয়ে তোমরা শহরে প্রবেশ করিবে না। এমতাবস্থায় গত ০৯/১০/২০২২ইং তারিখ রোজ রবিবার পীরগঞ্জ উপজেলার ফুটানিটাউন এলাকায় লিটন ও বর্ষা নামে দুই সিএনজি ড্রাইভারের যাত্রী নামাইয়া গাড়ি আটক করিয়া রাখে। পরে মোবাইল যোগে খবর পেয়ে থ্রি হুইলার বেবী টেক্সীর মালিক সমিতির সড়ক সম্পাদক সীমান্ত চৌধুরী সহ তার দুই সহযোগী উদ্ধার করিতে গেলে তাকে কথিত শ্রমিক নেতা মীর মোঃ আব্দুল খালেক, আব্দুল্লাহ আল মামুন নয়ন, আখতারুল ইসলাম, আতিকুর রহমান, আব্দুর রহিম, মুক্তারুল ইসলাম, রাজু আহম্মেদ, তন্ময় আলম সহ ১০/১২ জন তাকে ধারালো অস্ত্র লোহার রড ও লাঠি সোটা দিয়ে হামলা করে। এতে সে গুরুতর রক্তাক্ত জখম সহ আহত হয়। বর্তমানে সে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য যে, আমাদের এই মালিক সংগঠনটি ১৯৯৯ইং সাল হইতে সুষ্ঠু ভাবে পরিচালিত হইয়া আসিতেছে। যাহার বয়স ২৩ বছর অতিবাহিত হয়েছে। আমাদের বিপক্ষে যে সংগঠনটি অবৈধ ভাবে গড়ে উঠে, অবৈধ চাঁদার নামে চাঁদাবাজি শুরু করেছে। সেই কমিটির রেজিষ্ট্রেশন পাওয়ার এখনও ০১ বছর পূর্ণ হয়নি। কিন্তু তাতেই তাহারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমরা আমাদের সংগঠনের সড়ক সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সীমান্ত চৌধুরীকে অন্যায় ভাবে মারপিট করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচার দাবী করছি। সেই সাথে এই অবৈধ চাঁদাবাজদের চাঁদা বন্ধে আপনাদের মাধমে প্রচার পূর্বক অনুরোধ করছি।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে তারা একটি অভিযোগ দায়ের করেন পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন এর বরাবর । উক্ত অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *