Subscribe our Channel

পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ  সম্মেলন

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিবাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৩ জুলাই) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ  সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার নজিরের  সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচী  সম্পর্কে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব আখতারুল  ইসলাম, পীরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুজিবুর রহমান,  প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের  এলাহী, সহ-সভাপতি কাজী  নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনকে রানা, যুগ্ন সম্পাদক বিষ্ণু পদ রায়, সাংবাদিক আব্দুর রহমান, দীপেনদ্র নাথ  প্রমুখ।

এ সময় সাংবাদিক বুলবুল আহম্মেদ, নুরুন নবী রানা,  কাজী আজিজুল ইসলাম, ফজলুল ফকির, বাদল হোসেন, আবু তারেক বাঁধন,লতিফুর রহমান, সহ উপজেলার বিভিন্ন গনমাধ্যমে  কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন । জাতীয় মৎস্য সপ্তাহ ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পালন করা হবে। সম্মেলনে মৎস্য  পালনের বিভিন্ন  দিক নিয়ে  মতবিনিময় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *