Subscribe our Channel

পীরগঞ্জে কৃষকদের মাঝে জিংক ধানের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

খাদ্য নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পুষ্টি উন্নয়নের জন্যে পীরগঞ্জে হারভেস্টপ্লাস এর উদ্যোগে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য  জাহিদুর রহমান জাহিদ। ৩ ডিসেম্বর ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষিবিদ রুহুল আমিন মন্ডল  এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার হারভেস্টপ্লাস বাংলাদেশ, কৃষিবিদ সিরাজুল ইসলাম হারভেস্টপ্লাস  প্রকল্পের অফিসার , কৃষিবিদ মামুনুর রশিদ প্রজেক্ট অফিসার হারভেস্টপ্লাস বাংলাদেশ, পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার এস এম গোলাম সারওয়ার প্রমূখ ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম  বলেন, জিংক সমৃদ্ধ খাবার খেলে ছেলে মেয়েরা খাটো হয় না। শিশুদের শারীরিক বৃদ্ধি ও মেধার বিকাশ হয়। ক্ষুধা-মন্দা দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই খাবার খেলে জিংক বড়ি খেতে হবে না। অনুষ্ঠান থেকে জানানো হয়েছে যে হারভেস্টপ্লাস জনসাস্থ্য উন্নয়নে ২০১৩ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। ঠাকুরগাঁও জেলার  পীরগঞ্জ সহ বাকি উপজেলায়   প্রকল্পের আওতায় হারভেস্টপ্লাস জিংক সমৃদ্ধ ধান মাঠ পর্যায়ে সম্প্রসারণ ও পুষ্টি উন্নয়নে কাজ করছে। বক্তারা  জিংক ধান বেশী বেশী চাষাবাদের পাশাপাশি বীজ রাখা ও নিয়মিত জিংক চালের ভাত খাওয়ার পরামর্শ দেন।  উক্ত আয়োজক সংস্থা পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানালেন , এসকল  জিংক সমৃদ্ধ খাবার খেলে কিশোরী এমনকি গর্ভবতী মায়েদের শরীরে জিংকের জাতীয় অভাব  আসলে তাদের শারীরিক এই দূর্বলতা দেখা যায়  এমনকি গর্ভে থাকা সন্তানের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার অনেকটা সম্ভাবনা থাকে ।

এখানে এই জিংকের কি পরিমান খাদ্য খেলে এর অভাব পূরণ হতে পারে সেটি উপস্থাপন করা হলো : জিংক দৈনিক শিশুদে আনুমানিক ৩ থেকে ৫ মিলি গ্রাম এবং মহিলাদের ৮ থেকে ৯ মিলি গ্রাম প্রয়োজন ।

এসময়  ৪ হাজার ৭০০ পরিবার বগৃদেরকে বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *