Subscribe our Channel

পীরগঞ্জে আমনের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

পীরগঞ্জ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পুরোদমে ক্ষেত থেকে আমন ধান সংগ্রহ করা শুরু হয়েছে। ভালো দাম আর বাম্পার ফলন দেখে হাসি ফুটেছে এ উপজেলার কৃষকের মুখে। গত বছর যে ধান ৫০০ থেকে ৬০০ টাকা মণ দরে বিক্রি হয়েছিল বাজারে, চলতি মৌসুমে হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে । একর প্রতি ৪৫ থেকে ৫০ মণ পর্যন্ত ধানের ফলন হয়েছে এবার। দেশের সর্ব উত্তরের কৃষি সমৃদ্ধ এই উপজেলায় আবাদি জমি অপেক্ষাকৃত উঁচু হলেও ধান চাষে বেশ উপযোগী। পর্যাপ্ত বৃষ্টিপাত ও রোগবালাই কম হওয়ায় এ বছর ধানের বাম্পার ফলন পেয়ে কৃষকরা মহাখুশি। অনেকেই আগাম জাতেরও ধান চাষ করেছেন। ইতোমধ্যে তারা ধান সংগ্রহ করে ভালো দামে ধান ফলন আর বাজার দামে বেজায় খুশি তিনি।

সেই জমিতে এখন গম,আলু ও ভুট্ট্রা চাষের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলার জাবহাট ইউনিয়নের কৃষক হুমায়ুন জানায়, এবার তিনি আগাম স্বর্ণ জাতের ধান আড়াই বিঘা জমিতে চাষ করেছেন, বিঘা প্রতি ফলন পেয়েছেন ১৬ মন করে। ধান কাটার পর তিনি একই জমিতে আলু লাগিয়েছেন। স্বর্ণা-৫, রনজিত, পায়জাম, হাইব্রিড, ব্রি-ধান-১১, ৯০, ৬২সহ বেশ কয়েকটি জাতের আমন ধান রোপণ করা হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ মধ্য আষাঢ়ে লাগানো হয় এই ধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *