Subscribe our Channel

পঞ্চগড়-রাজশাহী রুটে “বাংলাবান্ধা এক্সপ্রেস” ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী

মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুারো প্রধান রংপুর
দীর্ঘদিনের প্রতিক্ষার পর অবশেষে পঞ্চগড়-রাজশাহী রুটে চালু চলো আন্তঃনগর ট্রেন সার্ভিস “বাংলাবান্ধা এক্সপ্রেস”।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী উপস্থিত থেকে ট্রেনটি উদ্বোধন করেন।

 

এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, “রংপুর থেকে মুর্সিদাবাদ, রাজশাহী থেকে সরাসরি নেপাল এই ট্রেনটি যাবে” ভবিষ্যতে এটা যদি যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে শুধু ভারত নয় নেপাল এবং ভুটানের সঙ্গে আমাদের রেলের যোগাযোগ স্থাপন হবে। চারদেশীয় একটি যোগাযোগ ব্যাবস্থা স্থাপন হবে।তিনি আরো বলেন, এই ট্রেনটি আপনাদের দীর্ঘদিনের দাবী ছিলো। সেটায় আজকে পঞ্চগড়ের মানুষ, ঠাকুরগাঁও এলাকার মানুষ, দিনাজপুরের মানুষের উপকৃত হবে। এবং আমরা আশাকরি সরাসরি আমাদের রাজশাহীর সাথে যোগাযোগ ব্যাবস্থা আমাদের এতদিন যার ঘার্তি ছিল, সেটা পূরণ হলো। আপনারা যে কয়েকটি ঘার্তির কথা বলেছেন আমরা প্রকল্প গ্রহণ করেছি বাংলাবান্ধা নয়, আমরা শিলিগুরি সাথে যোগাযোগ এই ট্রেনটি বাংলাবান্ধা হয়ে যেন স্থাপন করতে পারি ইতিমধ্যে ভারত সরকারে সঙ্গে আমাদের কথা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ে রাজশাহী (পশ্চিমাঞ্চল) এর ব্যাবস্থাপক মিহির কান্তি গুহ এর সভাপতিত্বে উপস্থি ছিলেন, রেলমন্ত্রণালয়ের রেল সচিব সেলিম রেজা, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *