
মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর:
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) কর্তৃক আটককৃত ১৫ কেজি ওজনের ০১টি কষ্টি পাথরের মনষা দেবীর মূর্তি (কালচে রংয়ের) মূর্তিটি স্থানীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর কান্তনগর, কাহারোল, দিনাজপুর জমা করা হয়েছে ।
(১১-ই নভেম্বর )২০২০ ইং বুধবার সকাল ১১ টায় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার আনিসুর রহমান, পিএসসি, জি+ কর্তৃক প্রত্নতাত্ত্বিক জাদুঘর এর প্রতিনিধি জনাব মোঃ হাফিজুর রহমান এসিসট্যান্ট কাস্টোডিয়ান প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর, পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর বদলগাছি, নওগাঁ (বর্তমানে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, কাহারোল, দিনাজপুর সংযুক্ত) এর নিকট হস্তান্তর করেন। এখন থেকে মূর্তিটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর দিনাজপুরে সংরক্ষণ করা থাকবে ।
উল্লেখ্য গত ০৭ ডিসেম্বর ২০১৯ তারিখে পঞ্চগড় (১৮ বিজিবি) ১৫ কেজি ওজনের ০১টি কষ্টি পাথরের মনষা দেবীর মূর্তি (কালচে রংয়ের) পাচারের সময় আটক করে।