
মো.তোতা মিয়া পঞ্চগড়: পঞ্চগড় সাতমেরা ইউনিয়নের কাকপড়া নতুন হাট বাজার সংলগ্ন বায়তুন নাজাত জামে মসজিদ, এর জায়গা বেদখল ও ভাঙচুরের অভিযোগ। অভিযোগ সূত্রে জানাযায় জমির উপর মিথ্যা জমি পাওয়ার দাবি করে একই এলাকার মোঃ বসির উদ্দীন এর পুত্র আলহাজ্ব মোঃ আনারুল হক (৫৫), ও তার আজিজা বেগম (৪৭),স্বামী মোঃ আনারুল হক ও মোছঃ রুমি, পিতাঃ মোঃ আনারুল হক। সাতমেরা ইউনিয়ন সর্ব সাংকাত পাড়া, এরা সকলেই বিভিন্ন সময় মসজিদের জায়গা দখল করার হুমকি দিয়ে আসতো। গত ২০/১০/২০২২ ইং তারিখে মোঃ আনারুল, ও তার পরিবারের লোকজন মসজিদের জায়গা দখল করতে এসে মসজিদের বাথরুম প্রশাব খানা সাইনবোর্ড ভাংচুর করে, জার ক্ষতির পরিমাণ প্রায় ৩০ হাজার টাকা ।
কিন্তু ভাববার বিষয় মসজিদের জমি দাতা সদস্য ওয়ারিশ মোঃ নবেল এর পিতার মসজিদে দানকৃত সম্পত্তি মুক্ত করার জন্য ১ নং বিবাদীর বিরুদ্ধে সিনিয়র সহকারি জজ আদালতে, একটি মামলা করেন। যাহার মামলা নং ২৩১/২০২২ অন্য।যাহা আদালতে বিচারাধীন কিন্তু ভাববার বিষয় জবর দখল কারীরা আদালতের সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রকার সুরাহা না হতেই মসজিদে এসে ভাঙচুর চালায় ।
এ বিষয়ে এলাকার মান্যগণ্য ব্যক্তিরা অবগত রয়েছেন। জবরদখল কারীদের অত্যাচার সহ্য করতে না পেরে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পঞ্চগড় সদর থানা বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। এবং সু বিচারের দাবি জানান।