
মোঃ তোতা মিয়া জেলা প্রতিনিধি পঞ্চগড় :
পঞ্চগড় শ্রমিক-কর্মচারীদের দাবি রাষ্ট্রীয়করনের প্রক্রিয়া বন্ধের দাবিতে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ ও ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও ফটক সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় চিনিকল শ্রমিক কর্মচারি নিয়ন এই কর্মসুচির আয়োজন করে।
এ সময় বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আনারুল ইসলাম এবং পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। শ্রমিক কর্মচারীদের দাবি চিনিকল বন্ধ হলে শ্রমিক কর্মচারিদের না খেয়ে পথে বসবে। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, সরকারের শুধু লোকসানের কথা চিন্তা করলে হবেনা এতগুলো শ্রমিকের জীবনের কথাও ভাবতে হবে।