
মো. তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর
পঞ্চগড় সদর উপজেলায় মো. শের আলী নামের এক দরিদ্র কৃষকের এক বিঘা জমির শিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগী কৃষকের। গত মঙ্গলবার সকালে শিম ক্ষেতে গিয়ে এ চিত্র দেখতে পান তিনি।
শের আলীর বাড়ী উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাইকানীপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মকসেদ আলীর ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক শের আলী জানান, তিনি বাড়ির পাশেই প্রায় এক বিঘা জমিতে শিমের চাষ করেছেন। গাছে শিম ধরতে শুরু করেছিল। ফুলে ফুলে ভরে গিয়েছিলো গোটা ক্ষেত। সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার শিম ক্ষেতের সব গাছ কেটে সাবাড় করে দিয়েছে।
শের আলী বিলাপ করে বলেন, ধার দেনা করে বাগানটা সাজিয়েছি। ভেবেছিলাম এই শিম বিক্রি করে এবার কিছু টাকা পাবো। কিন্তু কে বা কারা আমার স্বপ্ন নষ্ট করে দিলো।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক শের আলী আমাকে অবগত করলে আমি শিম ক্ষেত পরিদর্শন করি। তার অনেক ক্ষতি হয়েছে। তবে কারা এর সাথে জড়িত সেটি জানা যায়নি।