
মোঃ তোতা মিয়া জেলা প্রতিনিধি পঞ্চগড় :
পঞ্চগড়ে ও এক সময় ছিল বাংলার ঐতিহ্য লাঠি খেলা এখন বিলুপ্তি হয়ে গেছে। বিশেষ করে মহরম ও আশুরার সময় এই লাঠি খেলা আমরা উপভোগ করেছিলাম।
দশ বারো জনের একটি দল শক্ত বাসের লাঠি দিয়ে এই লাঠি খেলার মাধ্যমে আনন্দ উৎসব করতেন আর এই খেলা দেখতেন সববয়সী মানুষ। শহর কিংবা গ্রামে ঢোলের বাজনার তালে তালে এই লাঠি খেলা উপভোগ করতেন মানুষ।
আজ থেকে প্রায় ৪০ বছর পূর্বে পঞ্চগড়ে এই লাঠি খেলা চলমান ছিল। তখন মনুষের মনে ছিলনা কোনো হিংসা বিভেদ। ছিলনা মাদক নামের কোনো নেশা শব্দ টির কথা মাদক কি কেউ চিনতো না। এক কথায় বলা যেতে পারে আগে কি সুন্দর দিন কাটাইতাম বাংলার নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আমরা গাইতাম। এগুলোই হল আমাদের বাংলার ঐতিহ্য যা আজ বিলুপ্তি হয়ে গেছে।
তার পরেও কিছু কিছু এলাকায় এই লাঠি খেলা ঐতিহ্য ধরে রেখেছেন অনেকেই। বর্তমান প্রেক্ষাপটের এসব খেলা তো দূরের কথা ১২ বছর বয়সের শিশুরাও মাদকের মরন থাবা থেকে রেহাই পাচ্ছে না।
এর মূল কারণ হলো আমাদের মাঝে এখন নেই কোন সুন্দর সমাজ ব্যবস্থা বিশেষ করে রক্ষকরাই হলেন বড় ভক্ষক। ভালো-মন্দ দেখেন না সমাজ সেবার নামে অনৈতিক কাজ কর্ম চালান গোপনে বা প্রকাশ্যে। তাই আজ আমরা আমাদর সন্তানদের নিয়ে সবসময় টেনশন করতে হয়।
আমাদের সুন্দর মানুষ বা সুন্দর সমাজ গড়তে হলে পূর্ব ঐতিহ্য খেলাধুলা আমাদের নতুন প্রজন্মের মাঝে বাধ্যতামূলক লেখাপড়ার পাশাপাশি অনুপ্রেরণা দিতে হবে তাহলে হয়তো মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে। আমাদের সুন্দর সমাজ গোড়তে ফুটবল ক্রিকেট খেলার পাশাপাশি বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়া খেলাগুলো আমাদের সন্তানদের মাঝে ফিরিয়ে আনতে হবে।