Subscribe our Channel

পঞ্চগড়ের সেই ঐতিহাসিক মসজিদটি দেখলে যে কারো মন জুড়িয়ে যাবে 

মোঃ তোতা মিয়া  জেলা প্রতিনিধি পঞ্চগড় :

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর  ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত।
জেলা সদর থেকে প্রায় ২০ কিমি উত্তর-পশ্চিমে মির্জাপুর গ্রামে মসজিদটির অবস্থিত। ৪ বিঘা জমির উপর মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এলাকার মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদটি সংস্কার করা হয়ে থাকে। মসজিদের সামনে একটি কারবালা স্মৃতি স্বরূপ স্থাপিত হয়েছে।

মসজিদের প্রবেশদ্বারের ওপর ফারসি ভাষায় রচিত লিপি থেকে জানা যায়, সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময় ২ জ্যৈষ্ঠ, ১২০০ বাংলা সনে (১৭৯১ খ্রিষ্টাব্দ) মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদের নির্মাণ সম্বন্ধে জনশ্রুতি অনুযায়ী আঠারো শতকের মধ্যভাগে যুগে বিখ্যাত কারুকার্য মিস্ত্রি দ্বারা  নির্মিত হয়, তখন পশ্চিমা দেশ থেকে আগত মুসলিম স্থাপত্য কর্মীরা পার্শ্ববর্তী  গ্রামে মোকাম তৈরী করেন এবং সেখানে এ মসজিদ নির্মাণ করেন।
তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি আয়তাকার। এর চারকোণায় রয়েছে চারটি অষ্টভুজাকৃতির টাওয়ার। বাইরের দিক থেকে মসজিদটির দৈর্ঘ্য ১২.৪৫ মিটার এবং প্রস্থ ৫.৫ মিটার। দেয়ালের প্রশস্ততা ১.১০ মিটার। মসজিদে প্রবেশের জন্য পৃর্বদিকে রয়েছে তিনটি খিলান। মাঝের খিলানের উচ্চতা ১.৯২ মিটার, প্রস্থ ১.১০ মিটার। পাশের খিলানদ্বয় সমমাপের এবং অপেক্ষাকৃত ছোট।
উত্তর ও দক্ষিণ দিকে একটি করে দুটি জানালা রয়েছে। প্রবেশদ্বার ও জানালার খিলান বহু খাঁজযুক্ত । মসজিদের ভিতরে পশ্চিম দিকে রয়েছে তিনটি মিহরাব। মাঝের মিহরাবের উচ্চতা ২.২০ মিটার এবং প্রস্থ ১.০৫ মিটার। দুই পাশের মিহরাব দুটি অপেক্ষাকৃত ছোট। মসজিদের তিনটি অর্ধগোলাকৃতির গম্বুজের মধ্যে মাঝেরটি অন্য দুটির তুলনায় কিছুটা বড়। গম্বুজের অবস্থান্তর পর্যায়ে পেন্ডেন্টিভ ব্যবহার করা হয়েছে। মসজিদের কার্নিশ এবং প্যারাপেট সমান্তরাল।
মসজিদের চার কোণের কর্নার টাওয়ারের মধ্যে ২টির উপর (উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম কোণের) কুপলা রয়েছে। বাকি দুটির উপরে ছোট গম্বুজ। কর্নার টাওয়ারগুলি সাদামাটা ইট ও পলেস্তারা দিয়ে তৈরি। কর্নার টাওয়ারের গায়ে চারটি ব্যান্ড আছে। টাওয়ারগুলি ক্রমশ সরু, উপরে ছোট গম্বুজ।

সমস্ত দেয়াল জুড়ে আয়তাকার বহু পোড়ামাটির ফলক রয়েছে। পোড়ামাটির নকশাগুলি বহু জায়গায় খুলে পড়েছে । ফলকগুলির মধ্যে লতাপাতা ও ফুলের নকশা রয়েছে। । এরূপ মোট ১০২টি আয়তাকার ফলক রয়েছে, তবে ফলকের মধ্যে অলংকরণ যা দর্শনার্থীদের দেখে মন জুড়িয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *