
মোঃ তোতা মিয়া, জেলা প্রতিনিধি ( পঞ্চগড়) :
পঞ্চগড়ে ধর্ষণে সহায়তা সংগঠন বিরোধী অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাতে দলীয় কার্যালয়ে পঞ্চগড় জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ জুলাই আবিদা সুুলতানার বিরুদ্ধে বোদা থানায় একটি মামলা করা হয়েছে। এজন্য সংগঠন বিরোধী ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলায় ২৮ বছর বয়সী এক নারী মডেলকে ধর্ষণের মামলায় সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ও ধর্ষণে সহায়তা করায় আবিদা সুলতানা লাকীকে গ্রেপ্তার করে বোদা থানা পুলিশ। পরদিন তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছেন।