Subscribe our Channel

পঞ্চগড় কুলি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত দের শপথ গ্রহণ
তোতা মিয়া পঞ্চগড় :  আজ বিকালে পঞ্চগড় শের- ই-বাংলা চত্বরের মুক্তমঞ্চে পঞ্চগড় কুলি শ্রমি ইউনিয়ন এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ( রেজি- নং- রাজ -১৫৬৮) এর শপথ গ্রহণী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ( পঞ্চগড় ১ আসনের) মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি জনাব আলহাজ্ব মজহারুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর আওয়ামী লীগ এর সভাপতি ও সদর উপজেলা পরিসদ ভাইস চেয়ারম্যান, সদস্য সচিব নির্বাচন পরিচালনা কমিটির মোঃ কাজি আল তারিক। উপস্থিত ছিলেন পঞ্চগড় আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য নির্বাচন পরিচালনা কমিটির মোঃ জুলফিকার আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগে এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক, জনাব আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷ পঞ্চগড় পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার, পরিচালনা কমিটি এর এস, এম, হুমায়ুন কবির উজ্জল। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সভাপতি কুলি শ্রমিক ইউনিয়ন মোঃ তরিকুল ইসলাম (তরি), সহ – সভাপতি কুলি শ্রমিক ইউনিয়ন মোঃ আইবুল ইসলাম, সাধারন সম্পাদক কুলি শ্রমিক ইউনিয়ন মোঃ মইদূল ইসলাম।
সহ- সাধারণ সম্পাদক কুলি শ্রমিক ইউনিয়ন মোঃ ওহিদূল ইসলাম। কোষাধ্যক্ষ কুলি শ্রমিক ইউনিয়ন মোঃ তরিকুল ইসলাম। দপ্তর সম্পাদক কুলি শ্রমিক ইউনিয়ন মোঃ ইয়াসিন আরাফা। বক্তারা যে যার মত বক্তব্য রাখেন এবং কুলি শ্রমিক ইউনিয়ন ( রেজি – নং – রাজ -১৫৬৮) এর সংগঠনের সকলকেই এক যোগে শপথ গ্রহণ করান।
তাঁরা যেনো নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারে ও কোনো প্রকার অনৈতিক কাজের সাথে জরিত না হয়। শপথ গ্রহণী অনুষ্ঠান শেষে কুলি শ্রমিক ইউনিয়নের সকলকেই পুষ্প দিয়ে বরন করে নেওয়া হয়েছে। এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *