
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আবারও ট্রাকচাপায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর পিছনে বসে থাকা মহিলার। নিরাপদ সড়ক চাই এই শ্লোগান কে সামনে রেখে বলতে হচ্ছে আর কত মৃত্যুর মিছিল দেখতেহবে আমাদের। আজ শুক্রবার বেলা দুইটার সময়, পঞ্চগড় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কম্পানি লিমিটেড এর সফল কর্মী। মোঃ ওয়াহেদুল আলম সুমন, নামের মোটরসাইকেল আরোহী পঞ্চগড় থেকে ব্রিজ পার হয়ে যাওয়ার পথে করোতোয়া পেট্রল পাম এর সামনে বিপরীত দিক থেকে বালু বহনকারী ট্রাক এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সুমন, ছিটকে পড়ে এবং সুমন এর স্ত্রী ট্রাকের চাপায় ক্ষতবিক্ষত ভাবে আহত হয়।
পঞ্চগড় ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে পঞ্চগড় সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস রংপুর যাওয়ার পথে সুমনের স্ত্রী শাহানাজ পারভিন (৪১), পথেই মারা যায়। শাহনাজ পারভীন, এর স্বামী সুমন এর গ্রামের বাড়ি দিনাজপুর। এ বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।