
মোঃ তোতা মিয়া জেলা প্রতিনিধি পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলায় এক সন্তানের মা গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছ, জানা যায় পঞ্চগড় সদর উপজেলার ৭ নং হাড়িভাসা ইউনিয়নের মহন ঝার গ্রামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে তার স্বয়ং ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এলাকাবাসী সূত্রে জানা যায় আজ সন্ধ্যা আনুমানিক সাতটার সময় তার নিজ ঘরে ঘটনাটি ঘটে। ওই গৃহবধূ নাম মোছাঃ হেনা বেগম (২৫) স্বামী মোঃ ইমরান আলী গৃহবধূর বাবার বাসা পঞ্চগড় টুনিরহাট কামাত কাজলদীঘি ইউনিয়নে। সরেজমিনে গিয়ে দেখা যায় গৃহবধূর লাশ বাড়ির লোকেরা ফাঁস থেকে নামিয়ে তার বিছানায় শুয়ে রাখেন। গৃহবধূর নাক দিয়ে রক্ত বেরিয়ে আসছিল এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রনিক প্রধান এর সাথে কথা হলে তিনি বলেন মহিলাটি একটু জেদি, এর আগেও কয়েকবার ফাঁস লাগাতে গিয়ে ছিলেন। ঘটনাস্থলে দুজন গ্রাম পুলিশ উপস্থিত রয়েছেন এ বিষয়ে ৭ নং হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমি থানায় খবর দিয়েছি পুলিশে এসে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেবেন।