Subscribe our Channel

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুমতি ছাড়াই সড়কের গাছ করতন !

মোঃ তোতা মিয়া  :

 

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়েনের লতিফগঞ্জ এলাকায় রাস্তার পাশ থেকে ছোট-বড় উপজেলা নগর ইউনিয়নের ইউকালেক্টর গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল মালেক ও মাসুদ রানা নামের দুই ব্যক্তির বিরুদ্ধে।

ছবি:  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুমতি ছাড়াই সড়কের গাছ করতন !

উপজেলার ৭ নং দেবনগর ইউনিয়নের লতিফগঞ্জ এলাকায় অবৈধভাবে এ গাছ কাটার অভিযোগ করেছেন স্থানীয়রা জানাযায়, লতিফগঞ্জ এলাকায় সরকারি সড়কের গাছ কেটে প্রায় বিক্রি করেন আব্দুল মালেক ও মাসুদ রানা নামের এই দুই ব্যক্তি।

 

 

 

গত এক তারিখে তারা দুজন গাছ কেটে সরিয়ে নিয়ে গাছের গোড়ায় মাটি ও ভাঙ্গা ইট দিয়ে ঢেকে রেখেছেন। তবে এ বিষয়ে দুজনের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

 

 

গাছ কেটে বিক্রি করে তারা বাসা থেকে উধাও হয়েযায় । গাছ কাটার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়নের তসিলদার ও চেয়ারম্যান কে বিষয়টি অবগত করেন ।

 

তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এমনি অভিযোগ স্থানীয়দের ।

 

পরে সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখা যায়। রাস্তার বড় দুটি ইউকালেক্টর গাছ বিক্রি করে দেয় নাম-না-জানা এক কাঠুরিয়ার কাছে ।

 

 

তদন্তের সময় গাছগুলোর দেখা মেলে মাগুর্মারি চৌরাস্তার একটি সমিলে ।

গাছগুলোর বিষয়ে ইউনিয়নের তসিলদার, ইউপি সদস্য মমিন ও চেয়ারম্যান সোলেমান আলীর সাথে কথা বললে তারা জানান , গাছগুলোর বিষয়ে স্থানীয়রা আমাদের কাছে অভিযোগ করেছে ।

 

 

আমরা মালেক ও মাসুদ রানাকে খুজতেছি। তাদেরকে খুঁজে বের করে , গাছ গুলো কোথায় আছে , তাদের কাছ থেকে জেনে, গাছগুলো জব্দ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কিন্তু ভাববার বিষয় এই পর্যন্ত গাছগুলো উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *