Subscribe our Channel

নিজের যোগ্যতা দিয়ে প্রমান করতে চাই আমি সেরা : অভিনেত্রী ইতি

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি: বর্তমান সময়ে সবার পরিচিত মুখ অভিনেত্রী ইতি শিকদার । যে তার অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন । কাজ করেছেন মোশারফ করিমের মত গুনী অভিনেতার সাথে । সামনে দিনে ছবিতেও কাজ করবেন তিনি । নারায়নগঞ্জের ভূলতার মেয়ে তার অভিনয়ের মাধ্যেমে সবার মন জয় করতে চান ।তার কিছু নাটকের মধ্যে রয়েছে এক পলকে, ছবি করেছেন জীবনের জুয়াসহ আরো অনেক কাজ ।বর্তমান কাজ নিয়ে কথা হয় তার সাথে । তিনি বললেন অন্য রকম কথা নিজের যোগ্যতা দিয়ে প্রমান করতে চান তিনি সেরা ।

এ ব্যাপারে কথা হয় অভিনেত্রী ইতি শিকদারের সাথে । তিনি বলেন, নিজের যোগ্যতা দিয়ে প্রমান করতে চাই আমি সেরা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন । আমি যেনো সামনের দিনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি । আপনারা সবাই বেশী বেশী নাটক আর ছবি দেখবেন । আপনারা বেশী দেখলে আমরা কাজের অনুপ্রেরনা আরো বেশী পাবো । আর আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই কিছু মানুষকে বুঝাতে চাই আমি ও পারি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *