Subscribe our Channel

নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধে ৭নং রাতোর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

জাহাঙ্গীর আলম নিজস্ব  প্রতিনিধিঃ “বন্ধ হোক নারী নির্যাতন,‌নি‌শ্চিত হোক দে‌শের উন্নয়ন। “নারীর প্র‌তি স‌হিংসতা নিরস‌নে,আপনার পু‌লিশ আপনার পা‌শে।”-এই শ্লোগান‌কে সাম‌নে রে‌খে সারা‌দে‌শের ন্যায় আজ শনিবার ১৭ অক্টোবর ২০২০ খ্রী. সকাল ১০:০০ ঘ‌টিকার সময় “নারী ধর্ষন ও নির্যাতন বি‌রোধী বিট পু‌লি‌শিং সমা‌বেশ” শীর্ষক রানীশং‌কৈল থানার ০৭ নং রাতোর ইউ‌নিয়ন প‌রিষদ হলরু‌মে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। উক্ত সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি হিসে‌বে উপ‌স্থিত ছি‌লেন রা‌তোর ইউ‌নিয়‌নের দা‌য়িত্বপাপ্ত পু‌লি‌শের বিট কর্মকর্তা এএসআই তৌ‌হিদুল ইসলাম(‌তৌ‌হিদ)। প্রধান অ‌তি‌থি তাঁর বক্ত‌ব্যে ব‌লেন,নারীর প্র‌তি স‌হিংসতা নিরস‌নে বর্তমান সরকা‌রের মাননীয় প্রধানমন্ত্রী,আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নেয়া বি‌ভিন্ন পদ‌ক্ষে‌পের কথা উ‌ল্লেখ ক‌রেন। বর্তমান সরকার নারী ধর্ষন ও নির্যাতন ব‌ন্ধে স‌র্বোচ্চ শা‌স্তি মৃত্যুদ‌ন্ডের বিধান রে‌খে যে আইন হ‌য়ে‌ছে তা বিশদ আ‌লোচনা ক‌রে তি‌নি ব‌লেন,পু‌লিশ আপনা‌দের পা‌শে সবসময় ছিল,আ‌ছে এবং থাক‌বে। আপনা‌দের যে‌কোন সমস্যায় যে‌কোন মূহু‌র্তে পু‌লিশ‌কে অব‌হিত কর‌লে পু‌লিশ তৎক্ষনাৎ আপনা‌দের তা সেবা দি‌তে প্রস্তুত র‌য়ে‌ছে। এসময় তি‌নি তাঁর বক্ত‌ব্যে প্র‌তি‌টি মানুষ‌কে ও তার প‌রিবার‌কে সতর্ক ও স‌চেতনভা‌বে চলারও পরামর্শ দেন। প‌রি‌শে‌ষে তি‌নি পু‌লিশ‌কে সবসময় জনগ‌নের বন্ধু হি‌সে‌বে পা‌শে থে‌কে সহ‌যো‌গিতা করার আহবান জানান। ০৭নং রা‌তোর ইউ‌নিয়ন প‌রিষ‌দের সন্মা‌নিত চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর র‌হিম ও তাঁর প‌রিষ‌দের সকল সদস্যগনসহ ‌সাংবা‌দিক এবং স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিবর্গ উক্ত সমা‌বে‌শে উপ‌স্থিত থে‌কে সমা‌বেশ‌কে সাফল্যম‌ন্ডিত ক‌রেন।এ সময় সভার বক্তাগন-নারী ধর্ষন ও নির্যাতন ব‌ন্ধে সবাই‌কে সোচ্চার হওয়ার আহবান জানি‌য়ে সমা‌বেশের সমা‌প্তি ঘোষনা ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *