Subscribe our Channel

নাটোরের  লালপুরে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে আটক-১ 

নাটোরের  লালপুরে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে আটক-১  ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও দুই মাসের কারাদন্ড।

মোঃ রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ-
সিপিসি-২, নাটোর ক্যাম্প,র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৯ জুলাই ২০২১ ইং তারিখ ১:০০ ঘটিকা হইতে ৪:০০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া গ্রাম এলাকায় গুড় তৈরীর কারখানায় কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, লালপুর জনাব শাম্মী আক্তার এর সহিত অভিযান পরিচালনা করে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য উৎপাদন ও খাদ্য-দ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রণের অপরাধে ভেজাল গুড়- ৯,২০০ কেজি, লালি-২৫০,কাপড়ের রং- ০২ কেজি, আটা-১৩০ কেজি, চিনি- ২,৬৫০ কেজি, ডালডা-২ কেজি, ফিটকিরি- ২৫ কেজিসহ আসামী, মোঃ মোলাম শেখ (৫৫), পিতা- মৃতঃ মজা শেখ, মোঃ ইদু মন্ডল (৪৮), পিতা- মোঃ জোবান মন্ডল, উভয় সাং- মোহরকয়া (পশ্চিম), থানা- লালপুর, জেলা- নাটোরদ্বয়কে আটক করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত),
এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, লালপুর জনাব শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা পূর্বক উক্ত আটককৃত ০১ নং আসামীকে ৫০,০০০/-(পঁঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও ০২ নং আসামীকে ১,০০,০০০/-(এক লক্ষ ) টাকা জরিমানা করা হয় কিন্তু সে উক্ত জরিমানা প্রদানে অক্ষমতা প্রকাশ করায় তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ২৬৫০ কেজি চিনি ও ১৩০ কেজি আটা উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে জব্দ করা হয় যা পরবর্তীতে নিলামে বিক্রি করে অর্থ সরকারী কোষাগারে জমা করা হবে এবং অবশিষ্ট আলামত ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। গ্রেফতারকৃত দন্ডপ্রাপ্ত ব্যাক্তিকে নাটোর কেদ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *