Subscribe our Channel

নবাগত ওসির সাথে ঠাকুরগাঁও  রিপোর্টার্স  ইউনিটির  সাংবাদকর্মীদের মতবিনিময়

পীরগঞ্জ  নিউজ এক্সপ্রেস ডেক্স : নবাগত ওসির সাথে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাংবাদকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত ওসি কামাল  হোসেন এর আমন্ত্রনে সোমবার (২৭ জুন) রাতে ঠাকুরগাঁও  থানা  কার্যালয়ে   মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।

পরিচয়  পর্বের  পরে ওসি বলেন,  জনগন  ও  দেশের  জন্য  ভাল কাজ  করতে হলে  অবশ্যই সকলের  সম্মিলিত  উদ্যোগটি দরকার।  একারনেই তিনি সংবাদকর্মীদের সহযোগীতা  কামনা  করেন ।

এসময় সংবাদকর্মীরাও তার কথার সাথে একাত্বতা প্রকাশ  করে অবশ্যই ন্যায়ের পথে থেকে সাধারণ মানুষের  সেবায় সদর থানাকে মডেল হিসেবে গড়ে তোলার আহবান জানান। এছাড়া  মামলার ক্ষেত্রে সঠিক তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনার দাবি রাখেন রিপোর্টার্স ইউনিটির গণমাধ্যমকর্মীরা।

এসময়  ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত  সভাপতি  রেজাউল করিম প্রধান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সাংগঠনিক  সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ানুল হক মিলনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *