Subscribe our Channel

নওগাঁর মহাদেবপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিলের মায়ের জানাযা সম্পন্ন

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

 

১০ জুন ২০২১ নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক শাকিল ইসলামের মা সাজেদা বেগম (৫৪) বৃহস্পতিবার ১০ জুন ভোররাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়ি উপজেলার চেরাগপুর ইউনিয়নের কুরমইল গ্রামে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

 

 

মরহুমার নামাজে জানাজা বাদ জোহর তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি কিউ এম সাঈদ টিটো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম সম্পাদক আবু হাসান, মহাদেবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফফর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান,শাহাদৎ হোসেন শান্ত, ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, সদস্য চঞ্চল রহমান, ইকতিয়ার উদ্দিন দুরন্ত, সোহাগ হোসেন বাবু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক এম দোহা উপস্থিত ছিলেন।

 

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেরাগপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক বাপ্পী কুমার মন্ডল, মেহেরাব হোসেন জিয়া, গোলাম কিবরিয়া, ১ নং সদস্য আতিকুর রহমান আতিক, সাগর, মাহফুজ হানিফ, হিরন, কামরুজ্জামান সহ বিএনপি, যুবদল,ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শোকাহত পরিবারের প্রতি দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *