Monday, 17 March 2025, 6:40:59 am

Subscribe our Channel

ধৈর্য ধরুন, কয়েক মাসে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসছে :নসরুল হামিদ

ফাইল ছবি

পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স : বিদ্যুৎ নিয়ে চলমান সংকট সাময়িক বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন দ্রুত এ সমস্যা কেটে যাবে। কয়েক মাসের মধ্যে জাতীয় গ্রিডে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।প্রতিমন্ত্রী শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান।নসরুল হামিদ লিখেছেন, ‘আমরা সবসময় বলে আসছি বর্তমান সংকট সাময়িক সময়ের জন্য। এই সমস্যা খুব বেশিদিন থাকবে না। তবুও বর্তমান বিদ্যুৎ সমস্যার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং সবার সহযোগিতাও কামনা করি।’‘সংকট সমাধানে আমরা সারাদেশে শিডিউলভিত্তিক লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি। তবে এক সপ্তাহ পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেয়া হবে।’তিনি আরও লেখেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে যাবে।

একই সাথে ভারতের আদানী পাওয়ার প্ল্যান্ট থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হলে ৪ হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে। সবার প্রতি অনুরোধ ধৈর্য ধরুন। এই কঠিন সময়ে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।’এরআগে বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি সরকারঘোষিত এক ঘণ্টা লোডশেডিং নিশ্চিত করতে ৭-১০ দিন সময় চান।নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে সরকারঘোষিত এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হয়েছিল। তবে সারাদেশে এর চেয়েও বেশি সময় লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে। এ সমস্যা সমাধানে আরও কিছুদিন সময় লাগবে। লোডশেডিং সমন্বয় করতে তথ্য-উপাত্ত সংগ্রহে আরও ৭-১০ দিন সময় লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *