
নিজস্ব প্রতিবেদক :
তিথি সরকার নামে এক মেয়ে ধর্মকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে তাকে সাময়িক ভাবে বহিষ্কৃত করা হয় । তাকে গ্রেফতার করলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল ১১ নভেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতেিএই তথ্যটি জানা যায় । এসময় সিআইডি গণমাধ্যম শাখার এক জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জিসানুল হকের পাঠানো একটি বিবৃতিতে বলা হয়, সাইবার পুলিশ সেন্টারের উদ্যোগে আজ বেলা ১২টার সময় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবং উক্ত স্থানে তিথি সরকারকে গ্রেফতারের বিষয়টির সম্পর্কে সকল তথ্য জানানো হবে । তিথি সরকারকে গত ২৫ অক্টোবর সকাল ৯টার সময় তার নিজ বাসা পল্লবীর থানার উদ্দেশে তিনি বের হয়। পরবর্তী সময়ে ১৫নিখোঁজ । গোপন ভাবে জানা যায়, তিথি সরকার অনেক দিন ধরে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন । এসক খবর ভাইরাল হওয়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠনেএমনকি সাধারণ শিক্ষার্থীরা তার বহিষ্কারে দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। পরবর্তীতে তাকে গত ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়। এর পর থেকেই নিখোঁজ তিনি । এটি তার পরিবারে অভিযোগ ।