
নিজস্ব প্রতিবেদক : দেশে ফের চামড়া শিল্প ব্যবসায়ীকদের ঋণ পুনঃতফসিলের সময়সীমাটি বৃদ্ধি করলেন বাংলাদেশ ব্যাংক। গতকাল ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগ এই সার্কুলারটি জারি করলেন।
তবে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি গুলো ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারটিতে জানানো হয়, এমতাবস্থায় ২০২০ ইং সালের ঈদুল আজহার উৎসবটির কোরবানিজনিত পশুর কাঁচা চামড়া কেনার জন্য চামড়া ব্যবসায়ীকদের ঋণের পুনঃতফসিলের সময়সীমাটি বৃদ্ধি করলেন। এমনকি ব্যাংকের কাছে ঋণ গ্রহীতাগণ কর্তৃক ঋণ পুনঃতফসিলের আবেদন দাখিলের সময়সীমাটি চলতি বছর এর ৩০ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত থাকবে ।