Subscribe our Channel

দেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশ এবার  ধর্ষণ প্রতিরোধে কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণসহেএই সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রশাসনকে নির্দেশ দিলেন মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ ১৫ অক্টোবর বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী এমনকি সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দিলেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে জানালেন, এ সকল ঘটনা (ধর্ষণ)  প্রতিরোধ করার ব্যাপক ভাবে ব্যবস্থা আমাদের সকলকেই নিতে হবে। এমনকি  সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মাঝে অবশ্যই জনসচেতনতা সৃষ্টি করতে হবে ।
দেশের  প্রশাসনের নতুন কর্মকর্তাদের উদ্দেশে তিনি জানালেন, আজ যারা প্রশিক্ষণপ্রাপ্ত হলেন, আপনারাই হবেন আগামী দিনের এক কর্ণধার। আপনারাই দেশটাকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাবেন। আজকে যারা নতুন প্রজন্ম তারাই ২০৪১ এর উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়েই আমাদের কর্মচারীরা দেশ ও জনগণের সেবা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *