
নিজস্ব প্রতিনিধি :
বর্তমানের স্বৈরাচার আর ‘নব্বইয়ের স্বৈরাচার (জাতীয় পার্টি) , দুই মিলে তৈরি হয়েছে বর্তমানের অসহ্য, নির্যাতিত স্বৈরাচার। তারা এখন দেখে না দেশের স্বার্থ , দেখে না জনগণের স্বার্থ ’মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুর।
তিনি আরো বলেন, ‘৯০ এ যারা স্বৈরাচারী সরকার ছিল আর বর্তমানে যারা নিপীরণ করছে তাদের দালালদের এ দেশে কোন ঠাঁই দেওয়া হবে না।’
নূর এতে আরো যোগ করেন , ‘এই অগণতান্ত্রিক সরকারদেরকে ক্ষমতায় রাখা আমাদের সবার পক্ষে ঠিক হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে।’