Subscribe our Channel

দেশে এবার বিভাজনের সংস্কৃতি গড়ে উঠেছে যেটির কুফল সর্বক্ষেত্রে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, এই মহামারি করোনা সময়ে ‘বর্তমানে বাংলাদেশে যেই বিভাজনের সংস্কৃতি গড়ে উঠেছে যার কুফল সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এর  ফলে সমাজ এবংমানুষ বিভক্ত হয়ে যাচ্ছে।  এটি আমাদের জন্য সুখকর বিষয় নয়।

আজ ২৯ অক্টোবর সকালের দিকে (ডিআরইউ) চত্বরে সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষে র‌্যালি উদ্বোধন করার আগে তিনি এসকল কথা জানালেন।
উক্ত স্থানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর   ডিআরইউ এর প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে র‌্যালির উদ্বোধন ঘোষণা করলেন।
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশের গণতন্ত্র ও সামগ্রিক সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে সক্ষম গণমাধ্যম। যে দেশের গণমাধ্যম যত স্বাধীন ও শক্তিশালী সেই দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী। তবে আমাদের দুর্ভাগ্য আজকে সারাবিশ্বে গণমাধ্যম কর্মীদের ওপরে একটা চাপ সৃষ্টি শুরু হয়েছে। আজ বাংলাদেশে সেই চাপ অনেক বেশি আমরা লক্ষ্য করছি। এমনকি আমরা এও দেখেছি, শুধুমাত্র রাজনৈতিক কারণে অনেক সংবাদকর্মীকে নিগৃহীত হতে এমনকি প্রাণ দিতে হয়েছে। এমনকি তাদেরকে অনেক সময় কারাগারে যেতে হয়েছে। সংবাদ প্রতিষ্ঠানগুলো অনেক সময় বন্ধ করে দেয়া হয়েছে।’
এসময়  ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে র‌্যালিপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক সভাপতি সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, ডিআরইউর সিনিয়র সদস্য শাহনেওয়াজ দুলাল, নজরুল ইসলাম মিঠু, মনিরুল ইসলাম, সাহাবউদ্দিন চৌধুরী, মশিউর রহমান, রাশেদুল হক, ডিআরইউয়ের বর্তমান কমিটির দফতর সম্পাদক জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *