
নিজস্ব প্রতিবেদক : দেশে ধর্ষক জনিত জঘন্য অপরাধীদের কঠিন শাস্তি হলে ধর্ষনের মতো মনুষ্যত্বহীন বর্বরতাটি কমবে । গতকাল রাতে গণমাধ্যমের সামনে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান এবং চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদীন ফারুক একটি বিবৃতিতে এই কথা জানালেন ।
তাছাড়া দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমনকি দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এক যৌথ বিবৃতি দিলেন ।
এমনকি সিলেটের এমসি কলেজ এর ছাত্রাবাসে ছাত্রলীগ কর্তৃক নির্মমভাবে স্বামীকে বেঁধে রাখা অবস্থায় স্ত্রীকে গণধর্ষণ এমনকি খাগড়াছড়ি এলাকাতে মানসিক ভারসাম্যহীন এক আদিবাসী নারীকে গণধর্ষণের ঘটনাকে জাতির জন্য একটি কঙ্কজনক অধ্যায় মনে করেন।
উক্ত ঘটনার সাথে জড়িত মনুষত্যহীনদের কঠিন আকারের শাস্তি হলেই দেশে অপরাধ অনেকটা কমে যাবে বলে বিবৃতিতে নেতারা জানালেন ।
নেতারা আরো জানালেন, সেই এমসি কলেজ ছাত্রাবাস এমনকি খাগড়াছড়ি উক্ত ঘটনাটি অবশ্যই দেশের একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিএ ।