
আন্তর্জাতিক ডেক্স : দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা ও রাজতন্ত্রবিরোধী কয়েক মাসের বিক্ষোভের অবসানে এক সপ্তাহ আগে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেন থাইল্যান্ড সরকার। আজ সেখানকার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে বলে দেশটির সরকারের এক বিবৃতিতে জানালেন ।
দেশটিতে র্দীর্ঘ দিন বিক্ষোভের ফলে অনেক প্রভাবশালী নেতােএবং বিক্ষোভকারীকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রাজতন্ত্র এবং প্রধানমন্ত্রীবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়ে আসা প্যাসারাভালি মাইন্ড তানাকিতভিবুলপনকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে আজ তাকে ছেড়ে দেয়া হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর নয় বলে আদালত তাকে মুক্তির নির্দেশ দিলেন।
সূত্র : রয়টার্স, এএফপি।