
খেলাধুলা প্রতিবেদক : গতকাল রাতে ইতালি এবার নেদারল্যান্ডস ঘরের মাঠ আমস্টারডাম এরেনায় স্বাগতিকদের তেমন কোন সুযোগই দিলেন না । গোটা ম্যাচটিতে পাল্টা পাল্টি আক্রমণ হলেও, আধিপত্যটি বিশ্লেষন করলে দেখা গেছে বেশির ভাগ ছিল ইতালি দের । এর ফল তারা পেয়েছে ম্যাচের প্রথমেই।ম্যাচটির শুরুটা মাঠের খেলাতে এগিয়ে থাকলেও, কঠিন আক্রমণ করতে পারছিলেন না ইতালিয়ানরা। তবে প্রথম সুযোগটা হয় ১৬ মিনিট পড়ে। কপাল খারাপ সিরো ইম্মোবিল সেটি কাজে লাগাতে পারেননি ।সুতরাং নিকোলো বারেলা প্রথমে অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করেন।সর্বপরি একটি গোল করায় জয় পেলেন ইতালি। তারা এই জয়ের কারনে ২টি ম্যাচে ১ জয়িএবং ১ ড্রতে ৪টি পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ ওয়ানে টেবিলের শীর্ষের উঠে গেলেন । তাদের সমান ম্যাচেই ৩টি পয়েন্ট নিয়ে ২ নম্বরে নেদারল্যান্ডস। পরবর্তীতে থাকলো পোল্যান্ড ও বসনিয়া হার্জেগোভিনা।