
জেলা প্রতিনিধি(ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে কবির উদ্দিন হাওলাদার (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামের মন্দিরা দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।কবির উদ্দিন হাওলাদার সরমহল এলাকার ফয়েজ আলী হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিঘির পাড়ে গাছ কাটতে গেলে লোকজন তার মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি জানারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।