Subscribe our Channel

তেঁতুলিয়ায় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে নুর আমিন (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এঘটনায় শাহিন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
।বর্তমান তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের দেবনগড় ইউনিয়নের বালুবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম। নিহত নুর আমিন ভজনপুর এলাকার আব্দুল জলিলের ছেলে।
হাইওয়ে থানার ওসি রবিউল আজম জানান, নুর আমিন পাথর-বালির ব্যবসা করতেন। বুধবার রাতে ব্যবসায়ীক কাজ শেষ করে নুর আমিন ও শাহিন পায়ে হেঁটে বাড়ি ফিরছিলে। এসময় পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই নুর আমিন মারা যান।
আহত শাহিনকে বিজিবি সদস্যরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠান চিকিৎসকরা।

ওসি রবিউল আজম জানান, নুর আমিন মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *