Subscribe our Channel

ঠাকুরগাঁও পৌর নির্বাচন: ঋনখেলাপী থাকায় কাউন্সিল’র প্রার্থীতা বাতিল!

আনোয়ার হোসেন আকাশ :

 

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে কাউন্সিল’র পদে মনোনয়ন ফরম কিনেন ৫৭ জন। মঙ্গলবার ১৯(জানুয়ারি) পৌরনির্বাচনের প্রার্থীর মনোনয়ন যাচাই বাচাইকালে ৫৭ জনের মধ্যে একজনের প্রার্থীতা বাতিল করেছে জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়রপদে ৭জন, সংরক্ষিত নারী কাউন্সিল’র পদে ৯জন এবং কাউন্সিল’র পদে ৫৬ জন প্রতিদ্বন্দীতা করছে।

 

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত যাচাই বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন।

 

তিনি জানান, পুরুষ কাউন্সিল’র পদে ৬নং ওয়ার্ডের কাউন্সিল’র প্রার্থী ফজলে আলমের বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রাপ্ততথ্যে ঋণখেলাপী হওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়। উল্লেখ্য , ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে ৬০হাজার ৭শ ২৭জন।

 

এদের মধ্যে নারী ভোটার ৩১হাজার ১৫জন এবং পুরুষ ভোটার ২৯হাজার ৭শ ১২জন। আগামী ১৪ফেব্রুয়ারী এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *