
স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৫নং ওয়ার্ড বথ পালীগাঁও বসবাসরত মোঃ গোলাম রব্বানী ,পিতা মরহুম দজীবউদ্দীন “পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে জানান” মৌজা- বথপালিগাঁও, জে, এল নং-১১৪, তোজি নং-২৮৪, খতিয়ান নং- ৩৭৭ (পুরাতন), দাগ নং- ৪৯৮( ডঙ্গা )। বি, এস রেকর্ডের খতিয়ান নং- ২১৩, দাগ নং-৯২০, মৌজা, থানা, জেলা পূর্ববৎ ৫.৫ শতক জমির মালিক। আমার চাচতো ভাই মৃত-মুনসুর আলী’র ছেলে মোঃ সুজন তার মা, ভাবি এবং অন্যান্য ভারাটিয়া গুণ্ডা নিয়ে গতকাল ১৬/১০/২০২০ ইং তারিখে আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় আমার জমিটির উপর অবৈধভাবে ঘর তুলতে দেখে বাধা দেওয়ায় তারা আমাদের উপর হামলা চালায়। ঘটনাস্থলে আমার স্ত্রী মোছাঃ লিলি বেগম এর উপরেও তারা চরাও হয়ে হামলা করে । তাৎক্ষনিক ভাবে আমার স্ত্রীকে নিয়ে আমি এবং আমার দুই ছেলে মোঃ আল বেরুনি ( লিমন ), ইমরুল কায়েস সহ-ঘটনাস্থল থেকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স চিকিৎসকের পরামর্শ নিয়ে ভর্তি করাই। আজ হাসপাতাল থেকে ১৭/১০/২০২০ তারিখে দুপুর ১:০০ ঘটিকায় ছারপত্র দেন। আমার স্ত্রী এখনো বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছে। এমতা অবস্থায় বলা বাহুল্য যে, আমাদের বাপ দাদারা গত ৫০ বছর আগে থেকে ৪৯৮ দাগের ৫.৫ শতক পরিবর্তে ৪৯৭ দাগের ৫.৫ শতক জমি মৌখিক ভাবে বদল হওয়াতে বসবাস করে আসিতেছি। কিন্তু মৃত মুনসুর আলী’র ছেলে মোঃ সুজন তার মা ও ভাবি এবং অন্যান্য ভারাটিয়া গুণ্ডা নিয়ে গায়ের জোর দেখিয়ে ৪৯৮ দাগে অবৈধভাবে বেড়া ও ঘর তুলার চেষ্টা করে এবং ৪৯৭ তেও বদল হওয়া অংশটি অস্বীকার করে।