আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক ঘোড়ার দৌড় খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২জানুয়ারী) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা সেনুয়া ইউনিয়নের উদ্যোগে এ খেলার আয়েজন করা হয়।
খেলায় বগুড়া, সাকোয়া, ডোমার নীলফামারী, ঠাকুরগাঁও ও পাঁচপীর থেকে আগত প্রায় ২৫ টি ঘোড়া এ খোলা অংশ গ্রহণ করে।
খোলায় সব কয়টি ঘোড়াকে হারিয়ে পাঁচপীর থেকে আগত রাজা মিয়া ১ম ও বগুড়া থেকে আগত অংশ গ্রহণকারী রবি ২য় হয়।ৎ
উক্ত খোলায় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সদর আ‘লীগের সাধারণ সম্পাদ মো: মোশারুল ইসলাম সরকার, থানা আ‘লীগের সাধারণ আবু সাঈদ বাবু,প্রভাত কুমার সিংহ, রকিউল আলম রবি, খাদেমুল ইসলাম, মনিরঞ্জন দেবনাথ মনি, দাহিরুর ইসলাম প্রমুখ।