Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদন্ড ও সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ রিফাত সরকার মাহিম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদন্ড ও সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ। আজ বুধবার দুপুরে এ রায় প্রদান করেন তিনি।

 

মামলার অভিযোগে জানা যায়, ২০১৩ সালের পহেলা আগস্টে জেলা শহরের মুন্সিপাড়ায় নববধু ফারজানা আক্তার মুমু (২৩) কে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে স্বামী ইমতিয়াজ হোসেন।

 

এ ঘটনার পর পুলিশের ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ ঘটনাঢ পুলিশ পরদিন সদর থানায় একটি ইউডি মামলা রুজু কের।

 

পরে ময়না তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে সদর থানা পুলিশের এস আই নাজমুল হক বাদি হয়ে ২০১৩ সালের ২৩ অক্টোবর সহযোগি আসাদ হোসেনসহ দুজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।

 

 

বিচারক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আজ স্বামী ইমতিয়াজ হোসেনকে মৃত্যুদন্ড ও সহযোগী আসাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *